ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য সংরক্ষণে সনির নতুন টেপ স্টোরেজ’র রেকর্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মে ৮, ২০১৪
তথ্য সংরক্ষণে সনির নতুন টেপ স্টোরেজ’র রেকর্ড

এ যাবত কালের সমস্ত টেপ স্টোরেজের তধ্য-ধারণের ক্ষমতাকে হার মানালো ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনি উদ্ভাবিত নতুন স্টোরেজ টেপ।

স্টোরেজ টেপটি প্রতি কার্টিজে ১৮৫ টেরাবাইট তথ্য সংরক্ষণে সক্ষম বলে জানিয়েছে সনি।



প্রযুক্তি দুনিয়ার আরেক জায়ান্ট প্রতিষ্ঠান আইবিএম,র সহায়তায় পণ্যটি তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানের দাবি, ৩ হাজার ৭'শ ব্লু-রে ডিস্কের সমপরিমান তথ্য সংরক্ষণ করতে পারে এটি। প্রতি স্কয়ার ইঞ্চিতে ১৪৮ গিগাবাইট তথ্য সংরক্ষণ ক্ষমতার এ স্টোরেজ পণ্য যা ২০১০ সালে তৈরি স্টোরেজ টেপের তুলনায় পাঁচগুণ বেশি তথ্য ধারণে সক্ষম।

সনি নির্মিত এ ধরনের পণ্য মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিপুল পরিমান তথ্য ধারনের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

এদিকে আইডিসি বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের মধ্যে সারা বিশ্বের ভার্চূয়াল তথ্যের পরিমান ৪০ ট্রিলিয়ন গিগাবাইট’এ পৌছতে পারে, যা ব্যক্তি প্রতি হবে ৫ হাজার ২'শ গিগাবাইট।

সনির আরো দাবি টেপটি তুলনামূলক সস্তা এবং কম বিদ্যুতে চলার উপযোগী, যেখানে বর্তমানের টেপ বা হার্ডডিস্কগুলোতে অনেক বিদ্যুৎ শক্তি খরচ হয়।
তথ্য মতে, বেশি সুবিধার পাশাপাশি রয়েছে কিছু অসুবিধা। কারণ তথ্য পাওয়ার প্রক্রিয়াটি ধীর গতির।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।