ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটের ভ্যাট প্রত্যাহারের দাবি তথ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৪
ইন্টারনেটের ভ্যাট প্রত্যাহারের দাবি তথ্যমন্ত্রীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তথ্য প্রযুক্তিখাতে বিপ্লব ঘটাতে হলে আগামী বাজেটে ইন্টারেনেটের ওপর সকল ভ্যাট প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিন ব্যাপী টেকশহর ল্যাপটপ মেলার উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।



ইনু বলেন, ইন্টারনেট বিনামূল্যে পাওয়া সকল মানুষের মৌলিক অধিকার। এটি নাগরিকদের দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তাই আগামী বাজেটে ইন্টারনেটের ওপর যে ১৫% ভ্যাট আছে তা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।

একইসঙ্গে মোবাইল ফোন সিমের উপর উচ্চ হারের ভ্যাটে প্রত্যাহারের দাবিও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আমাদের এগিয়ে যেতে হলে প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। প্রযুক্তির দক্ষতা বাড়াতে না পারলে আমরা এগোতে পারবো না।

মন্ত্রী বলেন, বাংলাদেশের এই মুহুর্তে চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তি খাতে দক্ষজনগোষ্ঠী তৈরি। এজন্য আমাদের প্রায়োজনীয় যন্ত্রপাতি মানুষের হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। উন্নয়নের জন্য এ খাতে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

প্রযুক্তির অগ্রগতির জন্য সরকারের অফিসগুলোতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন,  এ জন্য সরকারকে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিতে হবে। প্রত্যেকের হাতে ল্যাপটপ পৌঁছে দেওয়ার আবহ তৈরি করতে হবে। একটি ল্যাপটপ হতে পারে একজনের আয়ের উৎস। আগামী দিনে আমাদের স্লোগান হবে, একজন মানুষ, একটি ল্যাপটপ, একটি শিল্প।

দেশের শীর্ষ ব্যবসায়ীদের তথ্য-প্রযুক্তিখাতে আরো বেশি বিনিয়োগ করারও আহ্বান জানান মন্ত্রী।

মেলায় আয়োজক জানায়, এবারের মেলায় দেশি ও বিদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য প্রস্তুতকারক ২৮টি স্টল ও ১৯টি প্যাভিনিয়ন অংশ নিচ্ছে। মেলায় কোম্পানিগুলো তাদের সর্বশেষ ও আধুনিক ব্র্যান্ড ও মডেলের পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে ডেল, আসুস, এইচপি, স্যামসাং, এসার, এমএসআই, এইচটিএস, টুইনমস, লেনোভো, ফুজিৎসুসহ বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো সর্বশেষ প্রযুক্তির

পণ্য দর্শকদের জন্য নিয়ে এসেছে। মেলা উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে।

এক্সপো মেকার আয়োজিত ৩দিনব্যাপি এই মেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিষয়ক নিউজ পোর্টাল টেকশহরডটকম। মেলার কো-স্পন্সর  এসার, আসুস,ডেল, এইচপি, স্যামসাং।

১৫ মে থেকে ১৭ মে ৩দিন ব্যাপী মেলা সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে ডেল এর কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির, এইচপি এর কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন, বাংলাদেশ কমপিউটার সমিতির মহাসচিব নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ১৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।