ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সব ল্যাপটপে কম্পিউটার সোর্সের উপহার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ১৫, ২০১৪
সব ল্যাপটপে কম্পিউটার সোর্সের উপহার

টেকশহর ল্যাপটপ মেলায় কম্পিউটার সোর্সের প্রায় প্রতিটি পণ্যে দেওয়া হচ্ছে নানা ধরনের উপহার। স্যামসাং ল্যাপটপে একই ব্র্যান্ডের এম২০২০ মডেলের লেজার প্রিন্টার, তিন ক্যাটগরিতে এইচপি এন্ট্রিলেভেল নোটবুকে দেয়াল ঘড়ি, মিড-লেভেল ল্যাপটপের সাথে টি-শার্ট ও ক্যাপ এবং হাইএন্ড ল্যাপটপের সাথে এক হাজার টাকার গিফট ভাউচার হিসেবে রয়েছে উপহার।

ডেল ব্রান্ডের নোটবুক কিনলে স্ক্র্যাচ অ্যান্ড উইন অফারে পাওয়া যাবে একটি টাচ নোটবুক, সুন্দরবন ভ্রমণ, ডেল মনিটর ছাড়াও আরও উপহার। এছাড়া টাচস্ক্রিন ডেল ইন্সপায়রন ৩৪২১ মডেলের ল্যাপটপে মোবাইল ফোন এবং লজিটেক পণ্যে চলছে  ২০ শতাংশ ছাড়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হওয়া তিনদিনের ল্যাপটপ মেলায় ৫ নাম্বার প্যাভিলিয়নে স্যামসাং ল্যাপটপ, ফুজিৎসু লাইফবুক, অ্যাপল ম্যাকবুক, ৭ নাম্বার প্যাভিলিয়নে ডি-লিংক থ্রিজি মডেম, রাউটার ও সুইচ, ৮ নাম্বার প্যাভিলিয়নে ডেল নোটবুক, ১২ নাম্বার প্যাভিলিয়নে এইচপি ল্যাপটপ এবং ১৩ নাম্বার প্যাভিলিয়নে তারহীন প্রযুক্তির রকমারি লজিটেক হেডফোন, মাউস, হোম থিয়েটারের পসরা নিয়ে বসেছে প্রতিষ্ঠানটি।

প্রতিদিন সকাল  ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত  উন্মুক্ত এ মেলায় দর্শনার্থী, ক্রেতাদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।