ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক সদরদপ্তর পরিদর্শনে বিসিএস, বেসিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ১৮, ২০১৪
ফেসবুক সদরদপ্তর পরিদর্শনে বিসিএস, বেসিস

আমেরিকার সিলিকন ভ্যালিতে অবস্থিত ফেসবুকের সদরদপ্তর পরিদর্শন করেছেনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের শীর্ষ নেতাদের একটি দল।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে শনিবার ফেসবুকের সদরদপ্তর পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক বৈঠকে বিসিএস এবং বেসিসের পক্ষ থেকে বাংলা ভাষায় ফেসবুক, বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপন ও স্থানীয়ভাবে গবেষণা, উন্নয়নের মাধ্যমে লোকাল অ্যাপ্লিকেশন তৈরি করে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য ফেসবুকে শিক্ষা-সহায়ক টুলস প্রচলনের আহ্বান জানানো হয়।



বিসিএস সভাপতি ও কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এএইচ এম মাহফুজুল আরিফ এবং বেসিস সভাপতি ও এখনই ডটকম প্রধান নির্বাহী শামীম আহসান প্রস্তাবটি উপস্থাপন করেন।

এছাড়া বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, আউটসোর্সিংকে ফেসবুক মিডিয়ার সাথে ট্যাগ, এবং ফেসবুকের মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সম্পৃক্ত করে বিকিকিনির পদ্ধতি সংযুক্ত করারও প্রস্তাব রাখেন তারা।

ফেসবুক বাংলাদেশে কার্যক্রম শুরু করলে বাংলাদেশ সরকার অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী। ফেসবুকে নিজ দেশের তরুণদের আগ্রহ, বহুমুখী ব্যবহারে কিভাবে ফেসবুক জনপ্রিয় হয়ে উঠছে তা তুলে ধরেন।

সেইসাথে বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩.৫ কোটি উল্লেখকরণের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছাবে বলে প্রত্যাশা করেন তিনি।  

এ সময় ফেসবুক পরিচালকদের প্রতিমন্ত্রী বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে শিগগিরই বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন। পাশপাশি উপস্থাপিত প্রস্তাব পূরণে ফেসবুকের হেড অব পলিসি প্রোগাম লিসা ফস্টার আশ্বাস দেন।  

বৈঠকে বিসিএস পরিচালক আলী আশফাক, ড্যাফোডিল কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক সবুর খান, বেসিস মহাসচিব রাসেল টি. আহমেদ উপস্থিত ছিলেন।

 বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ১৮, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।