ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্রেডিট কার্ডে এইচপি নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মে ১৯, ২০১৪
ক্রেডিট কার্ডে এইচপি নোটবুক এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ

শিক্ষার্থী এবং মধ্যবিত্তদের জন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কেনার সুবিধা দিচ্ছে কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানটির যে কোনো আউটলেট থেকে নগদ পরিশোধের পাশাপাশি ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের ক্রেডিট কার্ডে এইচপি ডি০০৮টিইউ মডেলের নোটবুক কিনতে পারবে ক্রেতারা।



১৪ ইঞ্চি প্রশস্ত ডুয়াল কোর ল্যাপটপটির দাম ৩১ হাজার ৮‘শ টাকা। অবশ্য নগদে কিনলে নগদ মূল্য ছাড়ের সুযোগও রয়েছে।

সুত্র মতে, পেন্টিয়াম ডুয়াল কোরের অন্যান্য ল্যাপটপের চেয়ে ‘ডি০০৮টিইউ’ মডেলটি তুলনামূলক পাতলা। এর অন্যতম হার্ডওয়্যার- ২.৪ গিগাহার্জ গতির ইন্টেল ২০২০এম প্রসেসর, ২জিবি ডিডিআর থ্রি ৠাম এবং ৫০০জিবি হার্ডডিস্ক।   সকল সুবিধাযুক্ত এই নোটবুকে  বিক্রয়োত্তর সেবা এক বছর।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ১৯, ২০১৪   


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।