ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্লকবাস্টার সিনেমাসে গডজিলা নিয়ে এলো গ্রামীণফোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ১৯, ২০১৪
ব্লকবাস্টার সিনেমাসে গডজিলা নিয়ে এলো গ্রামীণফোন

ঢাকা: দেশের বৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড আগামী ২৩ মে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্লকবাস্টার সিনেমাস-এ মুক্তি দিতে যাচ্ছে হলিউডের নতুন মুভি গডজিলা।

বহুল প্রতীক্ষিত এই মুভিটি গত ১৬ মে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে।

২৩ মে ঢাকায় মুক্তির পর প্রথম ১০দিন শুধু গ্রামীণফোনের স্টার গ্রাহকরা এই মুভি উপভোগ করতে পারেবন। এরপর থেকে তা সকলের জন্য উম্মুক্ত থাকবে।

মুভিটি দেখতে গ্রামীণফোনের গ্রাহকরা একটি বিশেষ নম্বরে এসএমএস পাঠিয়ে বিনামূল্যে একটি পপকর্ন পাবেন।

বুধবার ছাড়া সব দিনই ব্লকবাস্টার সিনেমাস খোলা থাকে।

গ্রামীণফোন এ বছর চারটি মুভি মুক্তি দিতে ব্লকবাস্টার সিনেমাস-এর সঙ্গে চুক্তিবদ্ধ।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।