ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সুলভে ওয়ালটন ‘প্রিমো ইএফ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মে ২০, ২০১৪
সুলভে ওয়ালটন ‘প্রিমো ইএফ’

এ মাসে পরপর কয়েকটি স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। প্রিমো সিরিজে আসা ভি১, ইএফ, এবং জিএইচপ্লাসের মধ্যে ভি১ মডেলটিতে পর্যাপ্ত ফিচার আর আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকায় দাম কিছুটা বেশি।

অন্যদুটি মডেলেও ফিচার সংখ্যাসহ আনুষঙ্গিক সুবিধা ভি১এর চেয়ে একেবারে কম নয়। আধুনিক প্রায় বৈশিষ্ট্যই এতে উপস্থিত। সম্প্রতি বাজারে আসা এসব পণ্যের মধ্যে সবচেয়ে সুলভ মূল্য ইএফ’র। দেশিয় ব্র্যান্ডের এ ফোনটির বাজারদর ৬ হাজার ৫৯০ টাকা।

অ্যান্ড্রয়েড ৪.২.২ (জেলিবিন) সংস্করণে চলা প্রিমো ইএফ’এর অন্যতম বৈশিষ্ট্য- ১.৩ গিগাহার্জের ডুয়্যাল কোর প্রসেসর, মালি ৪০০ জিপিইউ, ৠাম ৫১২ এমবি। উপভোগ্য সুবিধায় আছে ৫ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ফ্ল্যাসসহ ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, উচ্চক্ষমতার ভিডিও রেকর্ডিং, রেকর্ডারসহ রেডিও। ব্যবহারকারী প্রয়োজনে এর ইন্টারনাল ৪ জিবি মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবে।

৮৫৪ বাই ৪৮০ রেজ্যুলেশনের ৪.৫ ইঞ্চির পর্দায় ব্যবহারকারীদের অনলাইনে, অফলাইনের বহুবিধ কাজ হবে নিরবিচ্ছিন্ন। এছাড়া মাল্টিমিডিয়া যেমন উচ্চমানের মুভি, গেমিং এবং মিউজিকের পরিপূর্ণ স্বাদ পাওয়া যাবে। সংযোগ সুবিধায় আছে ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, ডব্লিউল্যান হটস্পট। ব্যাটারিসহ ১৪৪ গ্রাম ওজনের ফোনটির দৈর্ঘ্য ১৩৫ মিমি., চওড়ায় ৬৭.৪ এবং বেধ ৯.৬ মিমি.।

একহাতে ব্যবহারে সম্পূর্ণ উপযুক্ত এ ফোনে ডুয়্যাল সিম এবং ডুয়্যাল মোড স্ট্যান্ডবাই সুবিধা রয়েছে। ব্যাটারি ‍লিথিয়াম আয়ন ১৭৫০ এমএএইচ।

স্মার্টফোনটি কালো ও সাদা দুটি রঙে পাওয়া যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।