ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশেই অ্যাপাসার কার চার্জার, পাওয়ার ব্যাংক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মে ২২, ২০১৪
দেশেই অ্যাপাসার কার চার্জার, পাওয়ার ব্যাংক

সবসময় সচল থাকবে স্মার্টফোন, এমনটাই প্রত্যাশা থাকে একজন স্মার্টফোন ব্যবহারকারীর। কিন্তু এই গ্রীষ্মে বিদ্যুৎ বিভ্রাট কিংবা প্রয়োজনীয় সময়ে ফোনে চার্জ না থাকায় আমাদের অনেকেরই চলতিপথে বিড়ম্বনায় পরতে হয়।

এ সমস্যা দুর করতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় “কার চার্জার এবং পাওয়ার ব্যাংক” এ দুটি ডিভাইস দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স।

গাড়িতে অনেক সময়ই স্মার্টফোন, ট্যাব কিংবা আইপ্যাড চার্জের প্রয়োজন হয়। অ্যাপাসার ব্র্যান্ডের সি৩২০ মডেলের কার চার্জার সেই চাহিদায় পুরণ করবে। দুটি ইউএসবি পোর্ট, এলইডি ইনডিকেটর এবং মাল্টিপল প্রোটেকশন সুবিধা রয়েছে এতে। একবছরের বিক্রয়োত্তর সেবাসহ সি৩২০ মডেলটির দাম মাত্র ৯০০ টাকা।

আর পাওয়ার ব্যংকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য   বিদ্যুত নেই এমন স্থানেও স্মার্টফোনের চার্জ ফুরিয়ে গেলে দুশ্চিন্তার কারণ নেই।   কারণ ৭৮০০ অ্যাম্পেয়ার শক্তির অ্যাপাসার বি-১২৩ পাওয়ার ব্যাংকে ফুলচার্জ থাকলে অন্ত্যত তিনবার স্মার্টফোনকে রিচার্জ করতে আবার খুব দ্রুত বিদ্যুৎ সঞ্চয়ে সক্ষম। ওজন মাত্র ১৮২ গ্রাম ফলে সহজ বহনযোগ্য। এতে দুইটি পাওয়ার আউটপুট, চার্জ দেখার জন্য এলইডি ইন্ডিকেটর এবং আছে টর্চ লাইটও। পাওয়ার ব্যংকের দাম পড়বে  দুই হাজার ২০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।