ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লেনোভোর নতুন ‘থিঙ্কসেন্টার এজ৭৩’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুন ১, ২০১৪
লেনোভোর নতুন ‘থিঙ্কসেন্টার এজ৭৩’

লেনোভা ব্র্যান্ডের নতুন ‘থিঙ্কসেন্টার এজ৭৩’ ডেস্কটপ পিসি এখন দেশের বাজারেই পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক মানের এ পিসিটি নিয়ে এসেছে বাংলাদেশের প্রযুক্তিপণ্যের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।



 ৩.৪ গিগাহার্জ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসর যুক্ত পিসিটির ক্যাশ মেমোরি ৬ মেগাবাইট।
গ্রাফিক্সের পাশাপাশি মাল্টিমিডিয়া অ্যাপলিকশেনগুলো নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য আছে ৮ জিবি ডিডিআর-থ্রি ৠাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ইন্টেল চিপসেটের গ্রাফিক্স, ডুয়্যাল লেয়ার ডিভিডি রাইটার, গিগাবিট ল্যান, এইচডি অডিও, বিল্ট ইন স্পিকার।

আরো রয়েছে ইউএসবি ৩.০, ভিজিএ পোর্ট, ডিভিআই পোর্ট সহ প্রয়োজনীয় সমস্ত সুবিধা। ১৮.৫ ইঞ্চির এলইডি মনিটরসহ পিসিটির দাম ৭০ হাজার টাকা।
আরো জানতে: “০১৯৭৭৪৭৬৫০২”।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ০১ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।