ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইটি জব ফেয়ারে চাকরি প্রত্যাশীরা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুন ৬, ২০১৪
আইটি জব ফেয়ারে চাকরি প্রত্যাশীরা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারে খাতটিতে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে।   দেশের দক্ষ উপযুক্ত আইটি কর্মী নির্বাচনের লক্ষ্যে এবারে ডিজিটাল ওয়ার্ল্ডের ‘আইটি জব ফেয়ারে’ অংশগ্রহণ করেছে নয়টি আইটি প্রতিষ্ঠান।



শুক্রবার সন্ধ্যায় সিভি জমা নেওয়ার শেষ সময় বলে চাকরি প্রত্যাশিদের ভিড় লক্ষণীয়।   মোট ২২ ক্যাটাগরিতে সিভি জমা নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

মেলায় প্রতিদিনই থাকছে সেমিনার, কর্মশালা। এসব আয়োজনে অংশ নিতে এসে দেশের শিক্ষিত তরুণরা চাকরি পাওয়ার সুযোগটিও কাজে লাগাতে পারছেন। অধিকতর ভালো চাকরির প্রত্যাশায় চাকরিজীবীরাও সিভি জমা দিতে লাইনে দাঁড়িয়েছেন।

বেলা ১১টার মধ্যে অর্ধশত সিভি জমা পড়েছে আর দুপুরের পর থেকেই  সিভি জমা পড়ার হার বেড়েছে বলে জানালেন এসএসএল ওয়্যারলেস কোম্পানির প্রতিনিধি সফিকুল আলম। শনিবার স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।  

এছাড়া দুপুর ১২টা পর্যন্ত পাঁচ শতাধিক সিভি জমা পড়েছে বলে জানান বুথের দায়িত্বে থাকা ফারহানা আক্তার। পছন্দের প্রার্থীদের ফোন করে শনিবার মেলা কেন্দ্রে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। নির্বাচিতরা রাইট ব্রেইন সল্যুশন লিমিটেড, টুইস্টার মিডিয়া, পিক্সেল নেট টেকনলোজি, মেটাফোর ইন্টারন্যাশনাল, ইজোরা সল্যুশন, কোডইরো, সফটওয়্যার শপ, সল্যুশন আর্ট এবং ব্রাক আইটি সার্ভিসে চাকরি লাভ করবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।