ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হ্যান্ডসেটের অতিরিক্ত কর প্রত্যাহার করুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুন ১১, ২০১৪
হ্যান্ডসেটের অতিরিক্ত কর প্রত্যাহার করুন

ঢাকা: আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের ওপর থেকে ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশন।
 
বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তফা রফিকুল ইসলাম এ আহ্বান জানান।


  
মোস্তফা রফিকুল ইসলাম বলেন, আমদানি করা মোবাইলের ওপর নতুন করে করারোপ এ খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এখন বছরে দুই কোটি মোবাইল ফোন আমদানি করা হয়।

তিনি বলেন, আমদানি করা হ্যান্ডসেটের ওপর গত বছর ২৫০ কোটি টাকা কর দেওয়া হয়েছে। এখন দেশে আমদানি করা হ্যান্ডসেটের ওপর ১০ শতাংশ কর দিতে হয়। ভারতে এই কর ৭ শতাংশ।

এসময় তিনি মোবাইল ফোনের ওপর ৬ শতাংশ কর প্রদানের নিয়ম করার কথা বলেন।
 
সংগঠনের সেক্রেটারি রেজওয়ানুল হক বলেন, বিশ্বের ৮০ শতাংশ মোবাইল হ্যান্ডসেট তৈরি হয় চীনে। ভারতের ২৫ কোটি হ্যান্ডসেটের চাহিদার মাত্র কয়েক কোটি তারা নিজেরা উৎপাদন করতে পারছে। বাংলাদেশকে নিজস্ব মেবাইল হ্যান্ডসেট দিয়ে এ খাত পরিচালনা করতে হলে কমপক্ষে ৫ বছর সময় লাগবে।   
অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানান, এখনো এ খাতটি পুরোপুরি আমদানি নির্ভর। এ খাতে ১০/১২ হাজার কর্মী কাজ করছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম মাধ্যম মোবাইল হ্যান্ডসেট। কিন্তু অতিরিক্ত করারোপ ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিপন্থী।  

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব আই এম নুরুল কবীর, এফবিসিসিআই’র তথ্যপ্রযুক্তি বিষয়ক পরিচালক শাফকাত হায়দার।    

জনগণের ক্রয় সীমার মধ্যে আনতে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট এবং স্থানীয় হ্যান্ডসেটের ওপর কর কমিয়ে দেওয়ার দাবি জানান নুরুল কবীর।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে এখনো ৮০ শতাংশ মানুষ দুই হাজার টাকার মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করছেন। নতুন করের ফলে এখন যে হ্যান্ডসেটটি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে তার দাম বেড়ে ১২০০ টাকায় উন্নীত হবে। নতুন করের ফলে ৪০০০ হাজার টাকার একটি হ্যান্ডসেটের দাম ৫০০০ হাজার টাকায় পৌঁছবে।    

 

** সিম ট্যাক্স ও রিপ্লেসমেন্ট ট্যাক্স তুলে নিন

 

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।