ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় সিটিও’র কাউন্সিল-বার্ষিক ফোরাম ৮ সেপ্টেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুন ১২, ২০১৪
ঢাকায় সিটিও’র কাউন্সিল-বার্ষিক ফোরাম ৮ সেপ্টেম্বর

ঢাকা: আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) পাঁচ দিনব্যাপী ৫৪তম কাউন্সিল সভা ও বার্ষিক ফোরাম।

ফোরামে কমনওয়েলথভুক্ত দেশগুলোর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী, সচিব, রেগুলেটর প্রধান, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেবেন।

  

বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মাওলা।

ফোরামের প্রস্তুতি পর্যালোচনার জন্য ঢাকায় অবস্থানরত সিটিও’র পরিচালক (অপারেশন) ও কর্পোরেট সেক্রেটারি লাসান্থা ডি অলউইস এবং আন্তর্জাতিক ব্যবস্থাপক রবার্ট হেম্যান ও বিটিআরসি’র মহাপরিচালক (প্রশাসন) অভিজিৎ চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।  

কমনওয়েলথভুক্ত দেশের সংখ্যা ৫৩টি। সিটিও’র সদর দফতর লন্ডন। সিটিও অ্যানুয়াল ফোরাম কমনওয়েলথ দেশভুক্ত দেশের সরকার, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, অপারেটর ইন্ডাস্ট্রি এবং স্টেকহোল্ডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।  

ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এ ফোরাম অনুষ্ঠিত হবে।

গত বছর ফোরামটি নাইজেরিয়াতে অনুষ্ঠিত হয়। র‌্যাডিসন হোটেল ছাড়াও ওয়েস্টিন হোটেল, ঢাকা রিজেন্সি, সারিনা, লং বিচ, প্ল্যাটিনাম সুইটসে অতিথিদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।  

এ ফোরামে মোবাইল ব্রডব্যান্ড নীতিমালা, সাইবার নিরাপত্তা, অপরাধ দমন, নেক্সট জেনারেশন নেটওয়ার্ক, কনটেন্ট ও অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট, ক্লাইমেন্ট চেঞ্জ, আইপি টেকনোলজি, স্যাটেলাইট ব্রডব্যান্ড, টেলিকম রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, শিক্ষা-যুব সমাজ ও আইসিটি ব্যবহার এবং গ্রিন টেকনোলজিসহ টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ১২, ২০১৪  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।