ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আবুধাবিতে এমআরপি সেবা দিবে কম্পিউটার সোর্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুন ১২, ২০১৪
আবুধাবিতে এমআরপি সেবা দিবে কম্পিউটার সোর্স

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বংলাদেশি প্রবাসীদের ডিজিটাল পাসপোর্ট সেবা দিতে যাচ্ছে দেশের প্রযুক্তিপণ্য সরবরাহকারী এবং সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। প্রাতিষ্ঠানিক সুত্র মতে, আগামী ১৫ জুন আবুধাবি থেকে এই কার্যক্রম শুরু হবে।

কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই যেন এই অঞ্চলের নাগরিকরা সহজেই আন্তর্জাতিক মানের মেশিন রিডেবল পার্সপোর্ট (এমআরপি) পেতে পারেন সে উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি মালোয়েশিয়া ভিত্তিক কোম্পানি আইরিশ বারহাত‘র সাথে যৌথভাবে এ সেবা প্রদান করবে।

এ বিষয়ে ১১ জুন বাংলাদেশ সরকার, আইরিস কর্পোরেশন বারহাত, সংযুক্ত আরব আমিরাতের জিটিআই এবং কম্পিউটার সোর্সের মধ্যে সমঝোতা চুক্তি হয়।
কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ এবং আইরিস কর্পোরেশনের বারহাত ব্যবস্থাপনা পরিচালক দাতো হামদান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুস্তাক আহমেদ, অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, অভিবাসন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালক আব্দুল মাবুদ, এমআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসউদ রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।    

এমআরপি পাসপোর্ট প্রকল্প বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আগামী বছরের নভেম্বরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। তাদের হাতে দ্রুততম সময়ে এমআরপি পাসপোর্ট পৌঁছে দিতে আউটসোর্সিং’র মাধ্যমে সরকার আমাদের কনসোর্টিয়ামকে এই কাজ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।