ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনায় ই-বিজনেস মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
খুলনায় ই-বিজনেস মেলা শুরু

খুলনা: খুলনায় ১০ দিনব্যাপী ই-বিজনেস মেলা-২০১৪ শুরু হয়েছে। শনিবার দুপুরে খুলনা সার্কিট হাউজ মাঠে এ মেলার উদ্বোধন কর‍া হয়।



যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ মেলার উদ্বোধন করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে তথ্য-প্রযুক্তির শিক্ষা ছড়িয়ে দিতে হবে। তবেই বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্রমুক্ত তথা মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা মেধা ও যোগ্যতায় পৃথিবীর অন্যান্য দেশের ছেলে-মেয়েদের তুলনায় কম নয়। তাদের যথাযথ সুযোগ করে দিলে তারাই এ দেশকে সমৃদ্ধশালী করে তুলবে।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং তথ্যপ্রযুক্তি সেবাকে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সরকার নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দেশের সকল ব্যবসায়ীকে ই-বিজনেস এর আওতায় আনার জন্য প্রতিটি বিভাগীয় শহরে এ মেলার আয়োজন করেছে। তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র দুরীকরণের মাধ্যমে সরকার ঘোষিত দিনবদলের সনদ বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব শ্যামা প্রশাদ বেপারী ও কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহবুব হাকিম।

খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ মেলার আয়োজন করেছে। মেলা প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত ১০টায় পর্যন্ত চলবে এবং মেলায় শতাধিক স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, জুন ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।