ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার’ এখন যমুনা ফিউচার পার্কে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
‘গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার’ এখন যমুনা ফিউচার পার্কে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যমুনা ফিউচার পার্ক শপিং মলে অত্যাধুনিক ‘গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার এই এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ, যমুনা গ্রুপের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, গ্রামীণফোনের প্রধান মার্কেটিং কর্মকর্তা অ্যালান বংকে, গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন এন্ড রিটেইল সেলস এর প্রধান নাসের ফজলে আজমসহ গ্রামীণফোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।



৫ হাজার বর্গফুটের গ্রামীণফোনের এই এক্সপেরিয়েন্স সেন্টারটি অনন্য নকশা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত। এখানে গ্রাহক গ্রামীণফোনের সব ধরনের পণ্য, সেবা, চলমান ক্যাম্পেইন ও অফার, সমস্যার সমাধান এবং বিভিন্ন ধরনের স্মার্টফোন ও টেলিকম প্রযুক্তির তথ্য জানতে পারবেন।

এখানে গ্রামীণফোনের উচ্চগতির ইন্টারনেট অভিজ্ঞতা, ভিডিও কলিং সুবিধা, লাইভ মোবাইল টিভি সম্প্রচার সুবিধা, ভিডিও স্ট্রিমিং, মিউজিক স্ট্রিমিং, মোবাইল গেমিং এবং ব্যবসায়িক পণ্যের বাস্তব অভিজ্ঞতা নেয়ার জন্য পৃথক জোন রয়েছে।  
 
এছাড়াও এই সেন্টারের ‘নীল’ জোনে এসে গ্রাহক পর্যাপ্ত প্রশিক্ষণ, ব্রিফিং, বাস্তব শিক্ষা, আকর্ষণীয় উপস্থাপনা ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবে। পাশাপাশি গ্রামীণফোনের নিয়মিত বিক্রয় সেবা ও বিক্রয়োত্তর সেবাসমূহ যথারীতি থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘন্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।