ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে উচ্চক্ষমতার ডেল ‘অপটিপ্লেক্স ৩০২০এমটি’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
বাজারে উচ্চক্ষমতার ডেল ‘অপটিপ্লেক্স ৩০২০এমটি’

ডেল ব্র্যান্ডের ‘অপটিপ্লেক্স ৩০২০এমটি’ মডেলের মিনি টাওয়ার ডেস্কটপ পিসি দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। এর বিশেষ বৈশিষ্ট্য ডেটা সিকিউরিটি ফিচার, ফলে ব্যবহারকারীরা ম্যালওয়্যার থেকে শুরু করে নানা ধরনের ক্ষতিকর হুমকি থেকে সংরক্ষিত ডেটা সুরক্ষিত রাখতে পারবে।

অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ৩.২ গিগাহার্জ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ইন্টেল এইচডি ৪৬০০ গ্রাফিক্স, ইন্টেল এইচ৮১ চিপসেট, ৪ জিবি র‌্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, এইচডি অডিও, গিগাবিট ল্যানসহ দরকারি সমস্ত ফিচার।

এছাড়া পিসিটির সঙ্গে লাইসেন্সকৃত উইন্ডোজ ৭ প্রফেশনাল (৬৪-বিট) অপারেটিং সিস্টেম থাকছে। বিক্রয়োত্তর সেবা তিন বছর।  

১৮.৫-ইঞ্চির এলইডি মনিটরসহ ডেস্কটপ পিসিটির মূল্য রাখা হয়েছে ৫৮ হাজার ৫’শ টাকা। যোগাযোগে:০১৯৭৭৪৭৬৪৪৬।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।