ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়ান বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে মাইক্রোসফট, বেসিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
ওয়ান বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে মাইক্রোসফট, বেসিস

দেশব্যাপী ১০ লাখ দক্ষ আইটি প্রফেশনাল তৈরির মাধ্যমে ‘ওয়ান বাংলাদেশ’ বাস্তবায়ন করতে একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং মাইক্রোসফট বাংলাদেশ।  


এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সাক্ষর হয়।

বেসিস সভাপতি শামীম আহসান এবং মাইক্রোসফট বাংলাদেশের নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।


চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বেসিস সভাপতি বলেন, বেসিস এবং মাইক্রোসফট ‘ওয়ান বাংলাদেশ’ গড়তে একসঙ্গে কাজ করবে এটা চমৎকার একটি উদ্যোগ।
সোনিয়া বশির কবীরও এ উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং লক্ষ অর্জনে মাইক্রোসফটের সার্বিক সহযোগিতা থাকবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সারাদেশে ১০ লাখ আইটি প্রোফেশনাল তৈরি ছাড়াও সরকারি ও বেসরকারি পর্যায়ে লাইসেন্সিং সম্পর্কিত, সাইবার নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা করবে মাইক্রোস্ফট। এছাড়া টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার, লাইসেন্সিং, সাইবার নিরাপত্তা সহ আইপিআর’র উপর পৃথক কর্মশালাও যৌথভাবে পরিচালনা করবে তারা।

বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, মাইক্রোসফটের এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহ-সভাপতি সিজার সারনুডা, মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদু বসনায়েক এবং বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।