ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অবৈধ ভিওআইপি বন্ধে সিম বক্স সনাক্তের তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
অবৈধ ভিওআইপি বন্ধে সিম বক্স সনাক্তের তাগিদ

ঢাকা: টেলিযোগাযোগ খাত থেকে রাজস্ব আয় বাড়াতে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরের (আইজিডব্লিউ) কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দিয়েছে সংসদীয় কমিটি।

একই সঙ্গে অবৈধ ভিওআইপি কার্যক্রম বন্ধে আর্ন্তজাতিক অন্তর্গামী ও বহির্গামী কলের সিম বক্স সনাক্ত (ডিটেক্ট) করতে বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি।



বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  পঞ্চম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, শরীফ আহমেদ, শেখ আফিল উদ্দিন এবং হোসনে আরা লুৎফা ডালিয়া।

বন্ধ হওয়া আইজিডব্লিউ আপারেটর প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সমভাবে ও একই  নীতির আলোকে পদক্ষেপ নিতে বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।