ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজ্ঞাপন বাজারে গুগলকে টপকাতে অ্যামাজনের ছক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
বিজ্ঞাপন বাজারে গুগলকে টপকাতে অ্যামাজনের ছক

ঢাকা: বিজ্ঞাপনে প্রতিযোগী প্রতিষ্ঠান গুগলকে টপকাতে নতুন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের অনলাইন রিটেইল শপ অ্যামাজন।

প্রতিষ্ঠানটির বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে।



এ বিষয়ে সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, গ্রাহকের পছন্দ ও চাহিদা বিশ্লেষণ করে সংগৃহীত তথ্য অনুযায়ী বিজ্ঞাপনকে টার্গেট করেছে অ্যামাজন। এ লক্ষ্যে সেভাবে নিজেদের প্রোগ্রাম আরও বেশি উন্নত করছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের শেষ দিকে এ সুবিধা চালু করা হবে বলে জানায় প্রভাবশালী সংবাদ মাধ্যমটি।

গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটার’র তথ্য মতে, চলতি বছর অনলাইন বিজ্ঞাপনে গ্লোবাল মার্কেট শেয়ারের ৩১ দশমিক ৪৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে রয়েছে গুগল।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রতি বছর ৫ হাজার কোটি ডলার আয় করে গুগল। ‍ অন্যদিকে অ্যামাজনের আয় মাত্র ১শ’ কোটি ডলার।

অনলাইন বিজ্ঞাপন সুবিধা শুরুর প্রথম থেকে নতুনত্ব আনছে অ্যামাজন। প্রতিষ্ঠানটি যেসব পণ্য বিক্রি করে তার মধ্যে রয়েছে ই-বুক, স্ট্রিমড ভিডিও, অনলাইন মিউজিক, স্মার্টফোন ও ট্যাবলেট।

এছাড়া, মার্কেটপ্লেসের মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধাও রয়েছে ‍অ্যামাজনের।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।