ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ই-কমার্স মেলায় ‘SHOHOZ.com’এ বাসের টিকেট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
ই-কমার্স মেলায় ‘SHOHOZ.com’এ বাসের টিকেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্বজনদের সাথে মিলে ঈদ আনন্দ করার আকাঙ্খা থাকে প্রায়ই সাবরই। কিন্তু বেশিরভাগ মানুষকেই নানা কারণে দুরে বসবাস করতে হয়।

আর তাই প্রিয় মানুষগুলোর সাথে দিনটি উদযাপনের জন্য গন্তব্যস্থলের টিকেট সংগ্রহের কাজটা বর্তমানে রীতিমত যুদ্ধ।

অবশ্য, প্রযুক্তির এই দুনিয়ায় সেই কঠিন কাজ অনেকটা সহজ হয়ে যাচ্ছে। অনলাইনে টিকেট পাওয়ার সুবিধা নিয়ে ই-কমার্স প্লাটফর্মে ধীরে ধীরে প্রবেশ করছে অনেকেই।

ই-কমার্সে সম্প্রতি আসা (SHOHOZ.com) নামক প্রতিষ্ঠান এ ধরনের সেবা দিয়ে থাকে। এখানে বিকাশ, ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে এছাড়া ক্যাশ অন ডেলিভারি’তে দেশের বিভিন্ন স্থানের টিকেট পাওয়া যায়। খুব শীঘ্রই লঞ্চ টিকেট আনারও আশা করছে তারা।

ঢাকার সাহাবাগে সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে চলমান ‘ই-কমার্স ফেয়ার ২০১৪’তে অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

তাই এখনো টিকেট যাদের সংগ্রহ হয়নি তারা (SHOHOZ.com) সাইট থেকে কিংবা মেলায় তাদের স্টলে সরাসরি গিয়েও পেয়ে যেতে পারেন প্রত্যাশার টিকেট।

সরাসরি ফোন “০৯৬১৩১০১০১০”।
SHOHOZ_com_01
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।