ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফট সম্মাননা পেলো কম্পিউটার সোর্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
মাইক্রোসফট সম্মাননা পেলো কম্পিউটার সোর্স ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাইক্রোসফট সম্মাননা পেয়েছে কম্পিউটার সোর্স লিমিটেড। কর্পোরেট, এসএমবি, এন্টারপ্রাইজ এবং পাবলিক সেক্টরে মাইক্রোসফট সল্যুশন ও সফটওয়্যরকে সহজে পৌছে দেয়ার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ওপেন ডিস্ট্রিবিউটর’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ।



সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘পার্টনার অ্যাওয়ার্ড নাইট- ২০১৪’ অনুষ্ঠানে কম্পিউটার সোর্স এর পরিচালক আসিফ মাহমুদ ও এসএম মুহিবুল হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির।

এসময় মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার সেলস এক্সিকিউটিভ রোমেসা হোসাইন, কম্পিউটার সোর্সের মাইক্রোসফট পণ্য ব্যবস্থাপক আবু তারেক আল কাইয়ুম তপন এবং সহকারী পণ্য ব্যবস্থাপক মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।