ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুই প্রতিষ্ঠানে বিভক্ত হওয়ার ঘোষণা এইচপির

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৪
দুই প্রতিষ্ঠানে বিভক্ত হওয়ার ঘোষণা এইচপির

ঢাকা: ক্যালিফোর্নিয়া ভিত্তিক মল্টিন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি করপোরেশন হিউলেট-প্যাকার্ড (এইচপি) দুই প্রতিষ্ঠানে বিভক্ত হওয়ার ঘোষণা দিয়েছে।

২০১৫ সালের শেষ দিকে তারা আর শুধুমাত্র এইচপি নামে থাকবে না বলে সোমবার প্রতিষ্ঠানটি জানিয়েছে।

এ ঘোষণার ফলে কয়েক সপ্তাহ ধরে চলা গুঞ্জনের অবসান হলো।

বিভক্তির পর একটি প্রতিষ্ঠান সফটওয়্যার ও ক্লাউড প্রযুক্তি বিষয়ক সেবা প্রদান করবে। অন্য ‍প্রতিষ্ঠান কম্পিউটার ও প্রিন্টিং ব্যবসা পরিচালনা করবে।

এদিকে, বিভক্তির ফলে প্রতিষ্ঠানটির পাঁচ হাজার কর্মী চাকরি হারাবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বিভক্তির বিষয়ে এইচপি জানায়, কম্পিউটার ও প্রিন্টিং ব্যবসার নামকরণ হবে এইচপি ইনকরপোরেশন। আর সেবা বিষয়ক ব্যবসার নাম হবে হিউলেট-প্যাকার্ড এন্টারপ্রাইজ।

এইচপির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মেগ হোয়াটম্যান এন্টারপ্রাইজ ব্যবসা পরিচালনা করবেন। আর এইচপি পিসি এবং প্রিন্টার প্রধান ডিওন ওইসলার হবেন এইচপি ইনকরপোরেশনের সিইও।

এদিকে, ঘোষণার পর সোমবার সকালেই এইচপির শেয়ারের মূল্য ৫ শতাংশ বেড়ে যায়।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।