রাজশাহী: নানা সমস্যা নিয়ে চলছে এ টু আই প্রকল্পের ইউনিয়ন ডিজিটাল সেন্টার। গ্রামে ইন্টারনেটের স্বল্পগতির পাশাপাশি রয়েছে উদ্যোক্তাদের প্রশিক্ষণের অভাব।
বুধবার (১৫ অক্টোবর) রাজশাহীতে ‘তথ্য প্রযুক্তির বিকেন্দ্রীকরণে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ভূমিকা’ শীর্ষক সংলাপে অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য ও উদ্যোক্তারা এসব সমস্যা তুলে ধরেন। মহানগরীর মালোপাড়ায় এমএমসি প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের (এলজিজেএফ) আয়োজনে এবং ম্যাস্-লাইন মিডিয়া সেন্টারের সহযোগিতায় সংলাপে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের।
এলজিজেএফ’র রাজশাহীর সভাপতি মামুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসাবে ছিলেন এলজিজেএফ রাজশাহী বিভাগীয় সভাপতি কাজী শাহেদ এবং দৈনিক সোনালী সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক আনোয়ারুল আলম ফটিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমএমসি’র আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম খান। মূল প্রবন্ধ পাঠ করেন দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম।
এছাড়াও সংলাপে রাজশাহীর পবা উপজেলার হরিপুর, হুজুরিপাড়া এবং দামকুড়া ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য ছাড়াও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সংলাপে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের মানুষ কী কী সেবা স্বল্প সময়ে এবং স্বল্প খরচে পেতে পারে তা তুলে ধরা হয়।
পাশাপাশি গ্রামীণ পর্যায়ে তথ্যপ্রযুক্তি খাতে বাধা ও তা দূরীকরণে গণমাধ্যমকর্মীদের ভূমিকার কথাও তুলে ধরা হয়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪