ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডেল ইন্সপাইরন একের ভিতর ২ ডিভাইসের আল্ট্রাবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
ডেল ইন্সপাইরন একের ভিতর ২ ডিভাইসের আল্ট্রাবুক

বিশ্ব সুপরিচিত ব্র্যান্ড ডেলের ইন্সপাইরন ৩১৪৭ মডেলের একের ভিতর ২ ডিভাইসের আল্ট্রাবুক এখন দেশে। ১১.৬-ইঞ্চির মাল্টি-টাচ স্ক্রিনের এই আল্ট্রাবুকটি এনেছে প্রযুক্তিপণ্যের পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।

এর ব্যবহারকারীরা ডিসপ্লেটিকে ৩৬০-ডিগ্রী পর্যন্ত ঘুরিয়ে ল্যাপটপ মোড, স্ট্যান্ড মোড, টেন্ট মোড এবং ট্যাবলেট পিসি মোডে ব্যবহার করতে পারবে।

মাল্টি-টাচ্ স্ক্রিন সুবিধা থাকায় ট্যাবলেট মোডে আল্ট্রাবুকটির সবগুলো ফাংশন-ই আঙ্গুলের ছোঁয়ায় পরিচালনা করা যায়। এর অন্যান্য বৈশিষ্ট্যগুলো ২.১৬-গিগাহার্জ গতির ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর, ৪জিবি ৠাম, ৫০০জিবি হার্ডডিস্ক, এইচডি ওয়েবক্যাম।

ইন্টারনেট বা অন্যান্য ডিভাইসে সংযুক্ত করতে রয়েছে ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট। এছাড়া মাল্টিমিডিয়া উপভোগে আছে বিল্ট-ইন ইন্টেল গ্রাফিক্স, এইচডি অডিও, স্টেরিও স্পিকার, মাইক্রোফোন, মেমোরী কার্ড রিডার।

আল্ট্রাবুকটির দাম পড়বে ৪৫ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।