ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চালকের হার্ট অ্যাটাক নির্ণয় করবে ফোর্ডের গাড়ি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
চালকের হার্ট অ্যাটাক নির্ণয় করবে ফোর্ডের গাড়ি

ঢাকা: চালকের হার্ট ‍অ্যাটাক নির্ণয়ে সক্ষম এমন গাড়ি তৈরি করছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। এজন্য তারা ব্যাপক গবেষণা শুরু করেছে।

সফল হলে চালকের হার্ট অ্যাটাকের কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

ফোর্ডের ইউরোপীয়ান গবেষক ও জার্মানির আচেনের ইনোভেটিভ সেন্টার এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে।

জানা যায়, চালকের হার্ট ‍অ্যাটাক নির্ণয়ে সক্ষম এমন আসন তৈরি করছে ফোর্ড। এজন্য চালকের আসনের পিঠের নিচে ছয়টি সেন্সর সংযুক্ত থাকবে। অবস্থা গুরুতর হলে বিষয়টি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেবে সেন্সর।
ford_1
এক গবেষণায় দেখা যায়, চালকের কার্ডিওভাসকুলার সমস্যার ফলে ২৩ শতাংশের বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। এছাড়া হার্টের সমস্যার কারণে বুকের ব্যথায় ৫২ শতাংশের বেশি দুর্ঘটনা ঘটে।

নির্দিষ্ট করে না বললেও, আগামী ২০২০ সাল নাগাদ এ গাড়ি বাজারে ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।