ঢাকা: চালকের হার্ট অ্যাটাক নির্ণয়ে সক্ষম এমন গাড়ি তৈরি করছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। এজন্য তারা ব্যাপক গবেষণা শুরু করেছে।
ফোর্ডের ইউরোপীয়ান গবেষক ও জার্মানির আচেনের ইনোভেটিভ সেন্টার এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে।
জানা যায়, চালকের হার্ট অ্যাটাক নির্ণয়ে সক্ষম এমন আসন তৈরি করছে ফোর্ড। এজন্য চালকের আসনের পিঠের নিচে ছয়টি সেন্সর সংযুক্ত থাকবে। অবস্থা গুরুতর হলে বিষয়টি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেবে সেন্সর।
এক গবেষণায় দেখা যায়, চালকের কার্ডিওভাসকুলার সমস্যার ফলে ২৩ শতাংশের বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। এছাড়া হার্টের সমস্যার কারণে বুকের ব্যথায় ৫২ শতাংশের বেশি দুর্ঘটনা ঘটে।
নির্দিষ্ট করে না বললেও, আগামী ২০২০ সাল নাগাদ এ গাড়ি বাজারে ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪