ঢাকা: অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ললিপপ ৫.০ নিয়ে নেক্সাস সিরিজের পরবর্তী হ্যান্ডসেট নেক্সাস ৬ আনার কথা কয়েকদিন আগেই জানিয়েছে গুগল। কবে নাগাদ হ্যান্ডসেটটি বাজারে ছাড়া হবে সে বিষয়ে কিছু জানা না গেলেও, ২৯ অক্টোবর থেকে হ্যান্ডসেটটির প্রিঅর্ডার নেওয়া শুরু হবে।
গুগল প্লে-স্টোরের মাধ্যমে হ্যান্ডসেটটির প্রিঅর্ডার নেওয়া হবে। তবে ভারতের গুগল প্লে-স্টোরে কবে নাগাদ হ্যান্ডসেটটির প্রিঅর্ডার নেওয়া শুরু হবে সে বিষয়ে কিছু জানায়নি গুগল।
সম্প্রতি এক বিবৃতিতে গুগুল ও মটোরোলা জানায়, অক্টোবরের শেষ নাগাদ গুগল প্লে-স্টোরের মাধ্যমে হ্যান্ডসেটটির প্রিঅর্ডার নেওয়া শুরু হবে।
এছাড়া চলতি বছরের শেষ নাগাদ ইউরোপ, এশিয়া প্যাসিফিক ও উত্তর আমেরিকার ২৮টি দেশে হ্যান্ডসেটটি পাওয়া যাবে বলে জানিয়েছে মটোরোলা।
ললিপপ নামে হ্যান্ডসেটটিতে ব্যবহৃত নতুন অপারেটিং সিস্টেমে বেশ বৈচিত্র্য রয়েছে বলে জানিয়েছে মটোরোলা। ৫.৯৬ ইঞ্চি পর্দার হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ২.৭ জিবি কোয়াড কোর প্রসেসর। আর র্যাম ৩ জিবি। ৩২ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতা সম্পন্ন এ হ্যান্ডসেটের ধারণক্ষমতা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। ১৮৪ গ্রাম ওজনের নেক্সাস ৬’র ব্যাটারি ৩২২০ এমএএইচ।
তবে ভারতের বাজারে হ্যান্ডসেটটির মূল্য কত হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এছাড়া নেক্সাস সিরিজের পরবর্তী ট্যাবলেট আনার ঘোষণা দিয়েছে গুগল। তাইওয়ানভিত্তিক হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচটিসির সঙ্গে যৌথভাবে ট্যাবলেটটি তৈরি হয়েছে। নেক্সাস ৯ নামের ট্যাবলেটটির আকার ৮ দশমিক ৯ ইঞ্চি।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪