ঢাকা: নতুন নতুন প্রযুক্তির সমন্বয় ও সাশ্রয়ী মূল্যের কারণে গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ওয়ালটন মোবাইল। গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন ডিজাইন আর সর্বাধুনিক প্রযুক্তির হ্যান্ডসেট আনছে ওয়ালটন।
৫ ইঞ্চি হাইডেফিনিশন ডিসপ্লের এস থ্রি হ্যান্ডসেটের প্রসেসর ১.৭ গিগাহার্টজ, ৠাম ২ জিবি ও রম ১৬ জিবি।
১৪২ মিলিমিটার উচ্চতা এবং ১২৪ গ্রাম ওজনের হ্যান্ডসেটটির ডিভাইসে রয়েছে IPS প্রযুক্তির OGS ডিসপ্লে। স্ক্রিন প্রটেক্টর হিসেবে ব্যবহার হয়েছে দ্বিতীয় প্রজন্মের করনিং গরিলা গ্লাস।
হ্যান্ডসেটটিতে থাকছে বিএসআই সেন্সর, ৮ মেগাপিক্সেলের অটোফোকাস রেয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ডুয়েল সিমের দু’টোতেই থাকছে থ্রিজি ব্যবহারের সুযোগ। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সুবিধা ছাড়াও প্রিমো এস থ্রিতে থাকছে ব্লু টুথ, মাইক্রো ইউএসবি এবং ওটিজি। হ্যান্ডসেটটির ২০০০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি দেবে বেশি সময় চার্জের নিশ্চয়তা।
সাধারণ সেন্সরের পাশাপাশি প্রিমো এস থ্রি হ্যান্ডসেটে যুক্ত হয়েছে হল সেন্সর। যা স্মার্টকাভার ব্যবহারে নতুনত্ব সৃষ্টি করবে। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.৪.২।
নভেম্বরের প্রথম সপ্তাহে বাজারে আসবে এস থ্রি। হ্যান্ডসেটটির বাজারমূল্য ১৭ হাজার টাকার মধ্যে থাকবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪