ঢাকা: বিষয়টি গণিত শিক্ষকদের জন্য দুঃস্বপ্নের হলেও শিক্ষার্থীরা কিন্তু মহাখুশি। কারণ গাণিতিক সমস্যার সমাধানে তারা পেতে যাচ্ছে নতুন এক অ্যাপ।
গণিতের যে কোনো সমীকরণের সমাধানে ‘ফটোম্যাথ অ্যাপ’ নামের বিশেষ এ অ্যাপটি তৈরি করেছে ক্রোয়েশিয়ার একটি কোম্পানি। শিক্ষার্থীদের সহযোগিতা করতেই এ অ্যাপ তৈরি করা হয়েছে বলে দাবি তাদের।
অন্যদিকে, এ অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসে, পরীক্ষার হলে এমনকি হোমওর্য়াক প্রস্তুতে ‘প্রতারণার’ উপায় বেছে নেবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপটি ব্যবহারের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের ক্যামেরা কোনো সমীকরণের সামনে ধরলেই পর্দায় ভেসে উঠবে এর সমাধান।
অ্যাপের বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, জটিল সমীকরণের সমাধান কীভাবে করতে হয় সে বিষয়ে মানুষকে জানাতেই এ অ্যাপ। গণিত শিক্ষায় অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
সম্প্রতি লন্ডনে এক সম্মেলনে অ্যাপটি উন্মুক্ত করা হয়। প্রাথমিকভাবে আইওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারের জন্য অ্যাপটি তৈরি হলেও, চলতি বছরের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটি পেয়ে যাবেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে।
প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা ও সিইও দামির সাবোল বলেন, আমরা কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠান নই। আমরা শুধুমাত্র আমাদের কাজ করছি।
তিনি আরো বলেন, তিন বছর আগে আমরা এ প্রযুক্তি উন্নয়নে কাজ শুরু করি। প্রযুক্তিটি এখন যথেষ্ট উন্নত। অ্যাপটির বিস্তারে এখনও কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪