কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি ‘পাসপোর্ট’ দিয়ে আগের সেই জলুস হয়ত ফিরে পেতে যাচ্ছে। বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠান একে একে অত্যাধুনিক প্রযুক্তির পণ্য নিয়ে স্মার্টফোনের বাজারে প্রবেশ করায় এক সময়ের জনপ্রিয় প্রতিষ্ঠানটি ক্রমশ বাজার থেকে ছিটকে পড়ে।
গত বছরের নভেম্বরে কানাডিয়ান নির্মাতা বাজারে আনে পাসপোর্ট নামের একটি স্মার্টফোন। যদিও পণ্যটির গঠন অবয়ব নিয়ে অনেক কথা হয়েছে। কেননা পাসপোর্ট দেখতে অবিকল সত্যিকারের পাসপোর্টের মতোই। তাই অনেকেই পণ্যটির আকৃতির মানানসই নিয়ে মন্তব্য করে। তবে যেটাই হোক অবশেষে ব্ল্যাকবেরির ইচ্ছা পূর্ণ করেছে পাসপোর্ট।
এরইমধ্যে ব্ল্যাকবেরি পাসপোর্টের বিক্রি সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে। উল্লেখিত তথ্য মতে, প্রতিষ্ঠানটি যেমনটা বিক্রির প্রত্যাশা করেছিল তা ছাড়িয়ে গেছে।
প্রতিষ্ঠানের সিইও জন সেন বলেন, নতুনভাবে বাজারে আনা পাসপোর্টের চাহিদা ক্রমেই বিকশিত হচ্ছে। বিভিন্ন দেশের মানুষ হ্যান্ডসেটটি পেতে প্রাণপন চেষ্টা করেছে যেটা ভাল একটা দিক। যার অর্থই বোঝায় পাসপোর্ট জনপ্রিয়তা পেয়েছে।
খবরটি প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, ব্ল্যাকবেরির পুরো দায়িত্ব জন সেন’র কাছে আসার পর পাসপোর্ট প্রকাশ পায়। আর ক্রমেই এটি প্রতিষ্ঠানের সবচেয়ে সেরা পণ্য হয়ে উঠে। প্রতিষ্ঠানের জন্য যা বড় সুযোগ। পাসপোর্টে মাল্টিমিডিয়ার চেয়ে উৎপাদনমূলক কাজের প্রতি বিশেষ দৃষ্টি দেয়া হয়েছে।
‘পণ্যের মজুদের বিষয়টিতে আমি আনন্দিত। আমরা খুবই পরিমিত মজুদ রেখেছি, অর্ডার খুব বেশি করনি’ জন সেন’র বিবৃতি প্রকাশ করা হয় তাইপে টাইমস রিপোর্টে।
সম্প্রতিকালে অন্যান্য প্রতিবেদনে জানানো হয়, ব্ল্যাকবেরি সাইট থেকে ৬ ঘণ্টায় এবং অ্যামাজন ওয়েব স্টোর থেকে ১০ ঘণ্টার মধ্যে প্রথম দুইদিনে পাসপোর্ট বিক্রি হয় ২ লাখ। যখনই পণ্যটির চাহিদার দিকটি প্রতিষ্ঠানের দৃষ্টি কাড়ে।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪