ঢাকা: নতুন নতুন ফিচার নিয়ে সিঙ্গাপুরের বাজারে এন৩ নামে একটি হ্যান্ডসেট উন্মুক্ত করলো চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো।
হ্যান্ডসেটটির বিশেষত্ব হলো এর ফ্রন্ট ক্যামেরা ২০৬ ডিগ্রি পর্যন্ত বাঁকানো সম্ভব।
৫.৫ ইঞ্চি পর্দার সাদা রঙের হ্যান্ডসেটটির মূল ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের ৪.৪ কিটক্যাট ভার্সন।
২.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসরের হ্যান্ডসেটটির ৠাম ২ জিবি। তবে অন্য একটি সাইট এর প্রসেসরের ধারণক্ষমতা জানিয়েছে ২.৫ গিগাহার্জ।
৩২ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতা হলেও তা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর ব্যাটারির ক্ষমতা তিন হাজার এমএএইচ।
ব্যাক প্যানেলে ফিঙ্গার প্রিন্ট সেন্সরসহ হ্যান্ডসেটটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, ডিসট্যান্স সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে জিপিএস, এনএফসি সুবিধা।
এক সিম ব্যবহারের সুবিধা নিয়ে হ্যান্ডসেটটি ছাড়া হলেও কয়েকদিনের মধ্যে হ্যান্ডসেটটি দুই (মাইক্রো, ন্যানো) সিমের পাওয়া যাবে।
শিগগিরই হ্যান্ডসেটটি ভারতের বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ভারতের বাজারে এর মূল্য হতে পারে চল্লিশ হাজার একশ রুপি।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪