দক্ষিন কোরিয়ার দুই ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং এবং এলজি। বর্তমানে স্মার্টফোনের বাজারে স্যামসাং এর শোচনীয় অবস্থা বিরাজ করলেও এলজি আছে মোটামুটি ভাল অবস্থানে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) স্মার্টফোন বিক্রিতে এলজি’র অভাবনীয় সাফল্য এসছে। এই তিন মাসের হিসাবে কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্টের স্মার্টফোন বিক্রি হয়েছে এক কোটি ৬৮ লাখ। ফলে গত বছরের একই সময়ের হিসাবে লাভের পরিমানটাও এসছে দ্বিগুণ।
প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে এ তথ্য প্রকাশ করা হয় সেইসাথে গত ৫ বছরের মধ্যে স্মার্টফোন বিক্রিতে এ বছরের তৃতীয় প্রান্তিককে সেরা বলে উল্লেখ করা হয়।
তথ্য মতে, প্রতি বছর বছর প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি বেড়েছে ৩৯ শতাংশ হারে।
এলজি নিজেদের অন্যান্য পণ্যের বিক্রি প্রসঙ্গে জানিয়েছে, যে খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় বাজারে এসি বিক্রি ভাল হয়নি তবে টিভি এবং অন্যান্য এন্টারটেইনমেন্ট পণ্যের বিক্রিতে ভাল সাড়া পেয়েছে। আন্তর্জাতিক বাজারে এ সময়টায় তাদের এলসিডি টিভির বিক্রিও ভাল হয়েছে। আগামীতে আকস্মিকভাবেই ফোরকে টিভি’র বাজারে প্রবেশের মাধ্যমে প্রত্যাশাজনক ফলাফল অর্জনের প্রত্যাশা এখন প্রতিষ্ঠানটির।
এদিকে সেক্টরটিতে স্যামসাং’র পিছিয়ে পড়ার কারণ হিসেবে বলা হচ্ছে অ্যাপলের বড় পর্দার স্মার্টফোন। এ ধরনের পণ্য নিয়ে আসায় স্যামসাং’র অধিকাংশ শেয়ার অ্যাপলের দখলে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪