ঢাকা: বিশ্বব্যাপী কোটি কোটি প্রযুক্তিপ্রেমীর জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড’র নির্মাতা অ্যান্ডি রাবিন গুগল ছেড়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
ওয়াল্ট স্ট্রিট জার্নালকে গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ল্যারি পেগ বলেন, আমি তার পরবর্তী জীবনের শুভ কামনা করি। অ্যান্ড্রয়েড নিয়ে সে যা করেছে তা সত্যিই অবিস্মরণীয়।
২০০৫ সালে রাবিন যখন গুগলে যোগ দেন তখন অ্যান্ড্রয়েডের বিষয়টি ছিল ধারণা মাত্র। আর যখন তিনি গুগল ছাড়লেন তখন এটি বিশ্ববাসীর কাছে বহুল জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
হার্ডওয়্যার নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের জন্য ইনকিউবেটর তৈরির বিষয়ে রাবিন কাজ করবেন বলে জার্নালে বলা হয়।
রাবিন এমন সময় গুগল ছাড়লেন যখন তিনি তার বহুল কাঙ্ক্ষিত রোবোটিকস বিষয় নিয়ে কাজ করছিলেন।
দ্য ইনফরমেশনের জেসিকা ল্যাসিন এক টুইট বার্তায় বলেন, সম্প্রতি রোবোটিকস টিমের আরো স্বাধীনতা চাইছিলেন রাবিন। হয়তো এ নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হওয়ায় তিনি গুগল ছেড়েছেন!
রাবিনের স্থলে গুগলের গবেষণা বিজ্ঞানী জেমস কুফনার এখন থেকে রোবোটিকস দলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪