প্রযুক্তিবিদরা গেমারদের জন্য তৈরি করেছে বিশেষ ধরনের এক মাদারবোর্ড। আসুস ব্র্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তির সেই মাদারবোর্ডটি এখন দেশের বাজারে।
উল্লেখ্য, টিইউএফ (দ্যা আল্টিমেট ফোর্স) সিরিজের এই মাদারবোর্ডে মিলিটারী-গ্রেড স্ট্যান্ডার্ডের কম্পোনেন্ট ব্যবহৃত হয়েছে। ফলে এটি দৃঢ়, দীর্ঘস্থায়িত্ব ও ভাল কার্য সম্পাদনের নিশ্চয়তা দেয়।
এতে ৪টি ডিডিআর-৩ ৠাম স্লট থাকায় সর্বোচ্চ ৩২ জিবি ৠাম ব্যবহার করা যায়। এছাড়া অত্যাধুনিক পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট থাকায় এনভিডিয়া কোয়াড-জিপিইউ এসএলআই অথবা এএমডি কোয়াড-জিপিইউ ক্রসফায়ারএক্স মাল্টি-জিপিইউ সাপোর্ট করে।
পিসি গেমার এবং পেশাদার ব্যবহারকারীদের জন্য আদর্শ এই পণ্যটির অন্যান্য বৈশিষ্ট্যগুলো হলো ৫১২ মেগাবাইট ভিডিও মেমোরির বিল্ট-ইন গ্রাফিক্স, ৬টি সাটা পোর্ট, গিগাবিট ল্যান, ৮-চ্যানেল অডিও, ৬টি ইউএসবি পোর্ট ৩.০।
এছাড়া এর থার্মাল ফিচারসমূহ কম্পোনেন্টের তাপমাত্রা দ্রুত দূরীভূত করে স্বাভাবিক ঠান্ডাভাব বজায় রাখে এবং ডাস্ট-প্র“ফ ফিচার ধুলা-বালি মুক্ত রাখে।
দেশের বাজারে মাদারবোর্ডটির দাম পড়বে ১৭ হাজার ৫’শ টাকা।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪