ঢাকা: সিসলে এস৯০ নামে আইফোন-৬ সদৃশ একটি হ্যান্ডসেট আনলো চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। কোনোরকম প্রচারণা ছাড়াই হ্যান্ডসেটি বাজারে ছাড়লো প্রতিষ্ঠানটি।
৫ ইঞ্চি পর্দার দুই সিমের হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে কিটক্যাট ৪.৪.৪ ভার্সন। ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসরের হ্যান্ডসেটটির ৠাম ১ জিবি।
সিসলে এস৯০’র মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। রয়েছে এলইডি ফ্ল্যাশ। হ্যান্ডসেটটির ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
১৬ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতার হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে এনএফসি কানেটিভিটি। এর ব্যাটারির ধারণক্ষমতা দুই হাজার তিনশ এমএএইচ।
গোল্ড, গ্রে, পিঙ্ক ও সিলভার রঙে পাওয়া যাবে লেনোভো সিসলে এস৯০।
এর আগে চলতি বছরের শুরুতে ভাইভ ভি২ নামে একটি হ্যান্ডসেট ছাড়ে লেনোভো। হ্যান্ডসেটটি বাজারে ব্যাপক সাড়া ফেলে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪