ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

প্রতিদিন একই টি-শার্ট পরেন জুকারবার্গ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
প্রতিদিন একই টি-শার্ট পরেন জুকারবার্গ! ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যস্ততার মধ্যে এতো বেশিই মগ্ন থাকেন যে, প্রায় প্রতিদিন একই টি-শার্ট পরে থাকেন বিলিওনিয়ার মার্ক জুকারবার্গ।

জুকারবার্গের এই আচরণটি সবার নজরে না পড়লেও ক’জনের নজর এড়াতে পারে না।

কিন্তু যাদের আবার পড়ে, তারা ‍আবার হয়তো প্রশ্নটি করারও সুযোগ পান না।

তবে বৃহস্পতিবার এই সুযোগটি পেয়েই তাকে প্রশ্ন করে বসলেন এক ভক্ত! আর জুকারবার্গ! মোটেও বিচলিত না হয়ে উত্তর দিয়ে যান এ প্রশ্নের, এ রকম আর কিছু প্রশ্নের।

ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের সদরদফতরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার এক পর্যায়ে ৩২ বিলিয়ন মার্কিন ডলারের মালিক জুকারবার্গ, আসলে আমার একই রকমের অনেকগুলো টি-শার্ট রয়েছে। তাছাড়া, আমি জনগণের জন্য কাজ করি। এজন্য আমাকে যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এজন্য আমি কোনো সময় অপচয় করতে চাই না।

ছোটখাটো বিষয়-যেমন কোন কাপড় পরিধান করবো বা নাস্তায় কী খাবো এগুলোর জন্য সময় ব্যয় অপচয় মাত্র বলেন জুকারবার্গ।

নিজেকে ভাগ্যবান আখ্যা দিয়ে ফেসবুক সম্রাট বলেন, আমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হয় এবং কোটি কোটি মানুষের সেবা করতে হয়। যদি সামান্য বিষয়ে আমাকে সময় ব্যয় করতে হয়, তবে আমার যা ‘করণীয়’ তা করা সম্ভব হবে না।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।