মোবাইল সংযোগ সৃষ্টি করছে কমিউনিকেশন ও রিলেশন। এই মোবাইল আমাদের প্রাত্যহিক জীবনাচরণকে আমূল বদলে দিয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইএটিএল(এথিকস অ্যাডভান্স টেকনোলজি লি.), প্রথম আলো ও গ্রামীণ ফোন আয়োজিত এক সেমিনারে বক্তার এসব কথা বলেন। মোবাইল অ্যাপস প্রতিযোগিতা-২০১৪ এর আইডিয়া জেনারেশন পর্বে এ সেমিনারের আয়োজন করা হয়।
বুয়েটের ভাইস-চ্যান্সেলর খলেদা ইকরামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর এ,কে আজাদ চৌধুরী।
আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবীর, গ্রামীণ ফোনের কর্পোরেট অ্যফায়ার্স ডিরেক্টর মাহমুদ হাসান, বুয়েটের সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) বিভাগের চেয়ারম্যান মাহফুজুল ইসলাম, প্রথম আলোর মুনির হাসান প্রমুখ।
তৃতীয়বারের মতো আয়োজিত ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতযোগিতায় অংশগ্রহণের জন্য ৩০ নভেম্বরের মধ্যে আইডিয়া পত্র জমা দেয়া যাবে।
প্রতিযোগিতার প্রথম, দিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দল পাবে যথাক্রমে ১০ লাখ টাকা, ৫ লাখ টাকা এবং ২ লাখ টাকা। আর চতুর্থ দশম স্থানে থাকা দলগুলোর প্রত্যেকের জন্য থাকছে ১টি করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। সেইসাথে বিজয়ী দলগুলোর জন্য রয়েছে ইএটিএল-এ চাকুরীর সুযোগ।
প্রতিযোগিতার স্ট্র্যাটেজিক পার্টনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪