ঢাকা: চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো সম্প্রতি আর৫ নামে একটি হ্যান্ডসেট উন্মুক্ত করেছে। হ্যান্ডসেটটির পুরুত্ব ৪.৮৫ মিলিমিটার।
২৯ অক্টোবর সিঙ্গাপুরে হ্যান্ডসেটটি উন্মুক্ত করা হয়। এ সময় এন৩ নামে আরো একটি হ্যান্ডসেট উন্মুক্ত করে অপো।
৪.৮৫ মিলিমিটার পুরুত্বের ৫.২ ইঞ্চি এইচডি পর্দার অপো আর৫ হ্যান্ডসেটের মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল।
মেটাল ও সিরামিকের সংমিশ্রণে তৈরি হয়েছে হ্যান্ডসেটটি। ১.৫ গিগাহার্জ অক্টাকোর প্রসেসরের হ্যান্ডসেটটির র্যাম ২ জিবি।
আর৫ এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের ৪.৪ কিটক্যাট ভার্সন। ১৬ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতা সম্পন্ন হ্যান্ডসেটটির ব্যাটারির ক্ষমতা দুই হাজার এমএএইচ।
আগামী ডিসেম্বরে প্রযুক্তিপ্রেমীরা হ্যান্ডসেটটি হাতে পাবেন বলে জানিয়েছে অপো। যুক্তরাষ্ট্রের বাজারে এর মূল্য ধরা হয়েছে ৪৯৯ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩৯ হাজার, ১ ডলার সমান ৭৮ টাকা)।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪