ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের ফেলোশীপ কর্মসূচি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
আইসিটি উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের ফেলোশীপ কর্মসূচি

উন্নয়নশীল দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রযুক্তি-নির্ভর উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পেশাজীবী ও বিনিয়োগকারীদের সঙ্গে নেটওয়ার্ক তৈরিতে সহয়তা করতে বিশ্বব্যাংক ফেলোশীপ কর্মসূচির উদ্যোগ নিয়েছে।

বিশ্বব্যাংকের কর্মসূচী “এন্ট্রপ্রিনিউরাল ট্যালেন্ট’স হাউস ফর অপরচুনিটি অ্যান্ড সাপোর্ট” (ইথোস)-এর আওতায় তিন সপ্তাহের এই ফেলোশীপের জন্য আগ্রহীদের থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে।



“বিশেষজ্ঞ প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা উন্নয়ন” নামের এই ফেলোশীপের জন্য আইটি খাতের উদ্যোক্তা, চাকুরিজীবী এবং আইসিটি সংশ্লিষ্ট কাজে যুক্তরা আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, এটি ইখোস হল বিশ্বব্যাংক, এনআইপিএ, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি এবং কোরিয়ার যৌথ কর্মসূচী।

তথ্য মতে, এই কার্যক্রমে উদ্যোক্তারা নিজ দক্ষতা উন্নয়নে বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ, জ্ঞান বিনিময়ের সুযোগ পাচ্ছে।

নির্বাচিতদের আগামী ১৮ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি তিন সপ্তাহের জন্য কোরিয়ার সঙদো ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে হবে।

আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর।   বিস্তারিত জানতে- http://www.worldbank-ethos.org/

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।