ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ফেব্রুয়ারিতে “গুগল ফর এডুকেশন বাংলাদেশ সামিট”

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
ফেব্রুয়ারিতে “গুগল ফর এডুকেশন বাংলাদেশ সামিট” ছবি: সংগৃহীত

আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে “গুগল ফর এডুকেশন বাংলাদেশ সামিট”। অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।



আসন্ন এই আয়োজনটি  সফলভাবে সম্পন্নের লক্ষ্যে “গুগল ফর এডুকেশন ইন্ডিয়া সামিট”র আয়োজক এড টেক এর আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের দল অভিজ্ঞতা ও জ্ঞানার্জনের উদ্দেশ্যে এই সামিটে অংশগ্রহণ করেন।

ভারতের বোম্বেতে অনুষ্ঠিত “গুগল ফর এডুকেশন ইন্ডিয়া সামিট”এ অংশগ্রহনকারী প্রতিনিধি দলে ছিলেন ডিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন এবং উপ-পরিচালক (আইটি) নাদির বিন আলী।

২২- ২৩ নভেম্বর দুই দিনব্যাপী এই ‍সম্মেলনে কে-১২ থেকে ইউনিভার্সিটি লেভেলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্থাপনা, একীভূত এবং গুগোল অ্যাপসের প্রয়োগ, সমন্বয় ও ব্যবহারের উপর গুরুত্ব দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।