সার্চ জায়ান্ট এবার এমনই এক প্রকল্প নিয়ে কাজ করছে যেখানে ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে বিজ্ঞাপনমুক্ত ওয়েব ভ্রমনের সুযোগ পাবেন। আর এ জন্য ব্যবহারকারীকে গুণতে হতে পারে মাসে প্রায় ১ থেকে ৩ ডলার।
তথ্য মতে, এ সুযোগটা পেতে যারা গ্রাহক হবেন তারা ওয়েব ভ্রমনকালে বিজ্ঞাপনের বদলে সেখানে পিক্সেলেট প্যাটার্ন বা কারুকার্যময় নকশা দেখতে পাবেন।
ইতিমধ্যে পরীক্ষামুলক এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে সায়েন্স ডেইলি, উইকি হাউ, ম্যাশাবল ও ইমগোরের মতো কিছু প্রতিষ্ঠান। আপাতত শুধু আমন্ত্রতি গ্রাহকরাই সুবিধাটি উপভোগ করতে পারছেন।
গুগল জানিয়েছে যে, কেবলমাত্র ওয়েবসাইট মালিকদের অর্থ উপর্জনের আরো একটি উপায় বের করতে উদ্যোগটি নেয়া হয়েছে। এর ফলে আগামীতে হয়ত জনপ্রিয় ওয়েবসাইট মালিকদের শুধু বিজ্ঞাপনের উপর নির্ভরশীল হতে হবেনা। এখান থেকে যে পরিমান অর্থ আসবে তার একটি অংশ গুগল আর বাকী অংশ যেসব সাইট গ্রাহকরা ঘুরেছেন সেইসব সাইটের মালিকরা পাবেন।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪