ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫ ডিসেম্বর এসিএম-আইসিপিসি’র চুড়ান্ত পর্ব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
৫ ডিসেম্বর এসিএম-আইসিপিসি’র চুড়ান্ত পর্ব

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আয়োজনে ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘এসিএম আইসিপিসি এশিয়া রিজিওনাল ঢাকা সাইট ইভেন্ট ২০১৪’।

এরইমধ্যে প্রতিযোগতিার অনলাইন প্রিলিমিনারি রাউন্ড সম্পন্ন হয়েছে এবং ফল প্রকাশ করা হয়েছে।



দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহনকারী প্রায় ৮০০টি দলের মধ্যে বিচারকদের রায় অনুযায়ী ৫৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৩০টি দল চুড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়।  

এতে প্রথম ১০ দলের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) প্রথম স্থানসহ মোট ৩টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দিতীয় স্থানসহ ৩টি স্থান অর্জন করে।

এছাড়া সেরা ১০ এর মধ্যে রয়েছে শাবিপ্রবি’র ২ টি, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের ১টি এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ১ টি দল।

উল্লেখ্য, আন্তর্জাতিক পর্যায় থেকে এই বছর ‘এসিএম আইসিপিসি এশিয়া রিজিওনাল ঢাকা সাইট ইভেন্ট ২০১৪’ এর আয়োজনকারী বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউবিটি নির্বাচিত হয়।

আগামী ৫-৬ ডিসেম্বর অনুষ্ঠেয় এই প্রোগামিং প্রতিযোগিতার মূল পর্ব মিরপুরে বিইউবিটি’র নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।