অ্যাপল আইফোন ও আইপ্যাড এর কারিগরি প্রকৌশলী বিভাগের প্রধান পেপারমাস্টার পদত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে, আইফোন ফোর এ কারিগরি ত্রুটিই তার পদত্যাগের মূল কারণ।
অ্যাপল এখনও তার পদত্যাগের কারণ ব্যাখা করেনি। গত জুন মাসে আইফোন ফোর উন্মোচনের পর থেকেই পণ্যটি নিয়ে বিভিন্ন ত্রুটির অভিযোগ তোলেন ভোক্তারা। অ্যান্টেনাভিত্তিক ত্রুটি ছিল সবচেয়ে বড় সমস্যা। ত্রুটির কারণে আইফোন ফোর সিগন্যাল ছেড়ে দিত।
অভিযোগের প্রেক্ষিতে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিতে অ্যাপল থেকে আইফোন ফোর গ্রাহকদের বিনামূল্যে কেসিং প্রদান করা হয়। উল্লেখ্য, পেপারমাস্টার ২০০৯ সালে অ্যাপল এ যোগ দেন। আগে দীর্ঘ ২৫ বছর তিনি আইবিএম এ কাজ করেছেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০