সাধারণত ফেসবুক এ ইমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। তবে অনেক সময় ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর ভুল পাসওয়ার্ড দিলে ফেসবুক ব্যবহারকারীর ছবি ও পূর্ণ নাম প্রদর্শিত হয়।
ফেসবুক এর এই অসচেতনতাকে কাজে লাগিয়ে হ্যাকার বা সাইবার অপরাধীরা খুব সহজেই ফিশিং আক্রমণ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তাছাড়া স্প্যামাররা একটি ইমেইল তালিকার স্ক্রিপ্ট তৈরি করেও খুব সহজেই তথ্যগুলো লুফে নিতে পারছেন।
ফেসবুক ব্যবহারকারীরা সংশ্লিষ্ট প্রাইভেসি সেটিংস ব্যবহার করা সত্ত্বেও এ সমস্যগুলো থেকেই যাচ্ছে। ফেসবুকের এক মূখপাত্র ইমেইল বার্তায় জানিয়েছেন, ছবি ও ব্যবহারকারীর নাম যেন এভাবে প্রকাশ না পায় সেজন্য প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা আছে। কিন্তু তারপরও সম্প্রতি এক ক্রটির কারণে এমনটি ঘটেছে বলে সূত্র জানিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০