মাইক্রো ব্লগিং সাইট টুইটারে যুক্ত হয়েছে ‘টুইট বাটন’। এর মাধ্যমে টুইটার ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবপৃষ্ঠা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করতে পারবে।
ব্যবহারকারী যখন কোনো ওয়েবপৃষ্ঠা পর্যবেক্ষণ করবে তখন সে টুইট বাটন এর মাধ্যমে ওয়েবপৃৃষ্ঠাটি নিজের প্রোফাইলে যুক্ত করতে পারবে। বাটনটিতে কাজ করতে এর উপর চাপ দিতে হবে। তারপর একটি পপআপ বক্স আসবে। যেখানে ঐ ওয়েবপৃষ্ঠার ইউআরএল এর সংক্ষিপ্ত সংস্করণ প্রদর্শিত হবে।
তারপর ইউআরএল এর পাশে নিজের ইচ্ছেমত বার্তা লিখে ইউজার নামের মাধ্যমে তা নিজের প্রোফাইলে পোষ্ট করা যাবে। সেবাটি উপভোগে ব্যবহারকারীকে অবশ্যই টুইটার সাইন ইন করতে হবে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০