ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রেফতার হতে পারেন স্যামসাং প্রধান!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
গ্রেফতার হতে পারেন স্যামসাং প্রধান! গ্রেফতার হতে পারেন স্যামসাং প্রধান

আবারও স্যামসাং প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে দক্ষিণ কোরীয় প্রসিকিউশন।
 

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রসিকিউটরের কার্যালয় জানায়, স্যামসাং গ্রুপের প্রধান জায়ে ইয়ং লি দুর্নীতিতে জড়িত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে প্রসিকিউশন।

সেইসাথে একই অভিযোগে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হে’ও ফাঁসতে পারে।

কারণ পার্ক গিউনের ঘনিষ্ট সহচরকে জড়িয়ে করা হয় দুর্নীতির মামলাটি।
গত সোমবার প্রসিকিউটরের বিশেষ কার্যালয় এ মামলায় লি’কে ১৫ ঘণ্টার অধিক সময় ধরে জিজ্ঞাসাবাদ করে।

প্রসিকিউশনের বিবৃতি অনুযায়ী, ঘুষ দেয়ার অভিযোগে লি ছাড়াও স্যামসাং ইলেকট্রনিক্স এর এক্সিকিউটিভ পার্ক সাঙ জিন’কেও অভিযুক্ত করা হবে। তবে লি’কে নতুন একটি মামলার সম্মুখীনও হতে হবে।

লি’কে গ্রেফতারের বিষয়ে কি ভাবছে রাষ্ট্রপক্ষ এমন প্রশ্নের জবাবে কুশলীরা অতিরিক্ত কিছু না বলে শুধু বলেছে যে, বুধবার এর বিস্তারিত নিয়ে ব্রিফিং করা হবে।
এদিকে অনৈতিক এমন কাজে জড়িত থাকার বিষয়টি নাকোচ করে দিয়েছে স্যামসাং এবং দোষী লি।

এছাড়া এ ঘটনায় অন্য কোনো এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হবে কিনা এমন প্রশ্নে প্রতিষ্ঠানের মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

তথ্য মতে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় সিউল কোর্টে এর শুনানি হবে।

গত মাসে সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট প্রসিকিউশনের করা স্যামসাং প্রধানের উপর গ্রেফতারির প্রথম আবেদনটি খারিজ করে দিয়েছিল।
কারণ সেইবার পর্যাপ্ত দলিল-দস্তাবেজ ছিল না।

এদিকে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং প্রধানের দুর্নীতির অভিযোগে চলা এই মামলা নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। স্যামসাংয়ের বর্তমান প্রধান জায়ে ইয়ং লি মূলত প্রতিষ্ঠানটির তৃতীয় প্রজন্মের কর্ণধার।

২০১৫ সালে স্যামসাংয়ের দুইটি প্রতিষ্ঠান একত্রীকরণের সময় দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে রাষ্ট্রপক্ষ। তারই যথার্থতা প্রমাণে প্রসিকিউশনের এমন সিদ্ধান্ত।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।