ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পিকাবু’তে ‘ফাস্ট পিক’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
পিকাবু’তে ‘ফাস্ট পিক’ পিকাবু’তে ‘ফাস্ট পিক’

গ্রাহকদের জন্য ‘ফাস্ট পিক’ নামের এক্সপ্রেস ডেলিভারি সুবিধা চালু করল দেশের জনপ্রিয় অনলাইন শপিং সাইট পিকাবু ডট কম।
 

পিকাবু’তে যুক্ত নতুন এই সেবাটি পণ্য পৌছানোর ক্ষেত্রে অতি সহজ ও দ্রুত পদ্ধতি। কারণ ‘ফাস্ট পিক’-এর মাধ্যমে পিকাবু ডট কমে অর্ডার করলে ঐ দিনই গ্রাহক তার পণ্য হাতে পেয়ে যাবেন।

উল্লেখ্য, দুপুর ১২টার মধ্যে পিকাবু থেকে কোনো পণ্য অর্ডার করলে ঐদিনই ক্রেতা তার অর্ডারকৃত পণ্য হাতে পেয়ে যাবেন। তবে দুপুর ১২টার পর অর্ডার দেওয়া হলে পণ্য হাতে পৌঁছাতে সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় নেবে প্রতিষ্ঠানটি।

এছাড়া সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও অন্যান্য ছুটির দিনেও পণ্য পৌঁছানোর কাজে নিয়োজিত থাকবে পিকাবু ডট কম। অবশ্য, ‘ফাস্ট পিক’ সুবিধা নিতে হলে ক্রেতাদের কিছুটা বাড়তি খরচ করতে হবে।

‘ফাস্ট পিক’ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন এই ঠিকানায় https://www.pickaboo.com/fast-pick/|

পিকাবু‘তে প্রায় ৬ হাজারের বেশি ইলেক্ট্রনিক পণ্যসহ হরেক রকম পণ্যের সমাহার রয়েছে। গ্রাহকদের জন্য সর্বোচ্চ তিনদিনের ইজি রিটার্ন পলিসি নিশ্চিত করায় খুব কম সময়ে প্রতিষ্ঠানটি অনলাইন ক্রেতাদের আকৃষ্ট করতে পেরেছে।

‘ডেলিভারিং হেপিনেস’ শ্লোগান নিয়ে পিকাবু বর্তমানে দেশব্যাপী গ্রাহকদের পণ্য সরবরাহ করছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।