ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

কাল পর্দা নামছে সিটি আইটি কম্পিউটার মেলার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
কাল পর্দা নামছে সিটি আইটি কম্পিউটার মেলার কম্পিউটার মেলায় পণ্য প্রদর্শন করছেন মডেলরা

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পর্দা নামছে এ বছরের ‘সিটি আইটি ২০১৭ কম্পিউটার মেলা’র। ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে ‘ভার্চুয়াল রিয়েলিটি ইজ নকিং দ্য ডোর’ এর আলোকে চলা আটদিনের এই মেলার আজ সপ্তম দিন।

মেলার আয়োজকরা বলছেন, এবার প্রতিটি পণ্যের সাথে মূল্য ছাড় এবং উপহার থাকায় ক্রেতারা আগ্রহ নিয়ে মেলায় আসছেন। সবশেষ সংস্করণের পণ্যগুলোতে আগ্রহ বেশি তাদের।

বিশেষকরে তরুণ প্রজন্মের অংশগ্রহণ লক্ষণীয়। গেমিং জোন সহ ভার্চ্যুয়াল রিয়ালিটি (ভিআর) ও থ্রিডি শো তারা উপভোগ করছেন।

মেলার সমন্বয়ক মুসা কামাল মিহির আয়োজন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, বিক্রি ভালো হয়েছে। বেশ ভালো একটি মেলার আয়োজন শেষে আগামীকাল মেলার পর্দা নামতে যাচ্ছে।

আগামীকাল রাত ৯ টা পর্যন্ত চলবে মেলা, প্রবেশমূল্য ২০ টাকা। এসব টিকিটের ওপর প্রতিদিন রয়েছে ৠাফেল ড্রর মাধ্যমে ভাগ্যবানরা কম্পিউটারসহ নানা পুরস্কার জিতে নিচ্ছে। বরাবরের মতো শিক্ষার্থীরা পরিচয় পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।