সরকারি কাজে গতিশীলতা আনতে অর্থ মন্ত্রণালয়ের একটি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দুটি বিভাগকে ডিজিটাল করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের বিভাগটি হচ্ছে সাধারণ অর্থনৈতিক সর্ম্পক বিভাগ (ইআরডি)।
উল্লেখ্য, বিভাগগুলো ডিজিটালাইজড করা হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে। সঙ্গে জবাবদিহিতা এবং সরকারি অর্থ সাশ্রয় নিশ্চিত হবে। উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয় সব তথ্য সরাসরি অনলাইনেই পাওয়া যাবে। তাছাড়া উল্লেখিত ৩টি বিভাগের মধ্যে স্বয়ংক্রিভাবে আন্ত:যোগাযোগ স্থাপিত হবে।
আগামী জুনের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হবে বলে সূত্রে জানা গেছে। এ প্রকল্প সম্পন্ন হওয়ার পর মন্ত্রণালয়সহ দেশের সব সরকারি অফিসগুলোকে ডিজিটালাইজড করা হবে। উল্লেখ্য, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) ২০০৬ সালে এএসআইসিটি প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০