ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গেমের তথ্য প্রকাশে মাইক্রোসফট বিপাকে

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
গেমের তথ্য প্রকাশে মাইক্রোসফট বিপাকে

অনলাইনে ভিডিও গেমের অপ্রকাশিত সংস্করণ ফাঁস হওয়ায় গেম নির্মাতারা উদ্বগ্ন। মাইক্রোসফটের বহুল প্রত্যাশিত গেম ‘হেলো রিচ’ অনলাইনে প্রকাশ পায়।

আনুষ্ঠানিকভাবে গেমটি প্রকাশ হওয়ার কথা আগামী ১৪ সেপ্টেম্বর।

কিন্তু তার তিন সপ্তাহ আগেই ফাইল বিনিময় পাইরেট বে সাইটে গেমটি অনুমোদন ছাড়াই প্রকাশ হয়। পরবর্তীতে ইউটিউবেও গেমের ভিডিওচিত্র প্রদর্শিত হয়।

এ মুহূর্তে গেমটি আগাম প্রকাশের কারণ অনুসন্ধান করছে মাইক্রোসফট। তবে এক প্রতিবেদনে দেখা গেছে, গেমটি মাইক্রোসফটের অনলাইন এক্সবক্স স্টোরের মাধ্যমে গেম বিশ্লেষক ও সাংবাধিকদের কাছে উন্মুক্ত করার পরই অনলাইনে অনাকাক্সিতভাবে ফাঁস হয়।

এ মুহূর্তে তারা হেলো রিচ ফাঁস হওয়ার বিস্তারিত কারণ খুঁজে বেড়াচ্ছে। ফলে এ বিষয়ে কোনো তথ্য জানাতে তারা নারাজ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।