ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪ জুলাই থেকে ঢাকায় স্মার্টফোন-ট্যাব মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
৪ জুলাই থেকে ঢাকায় স্মার্টফোন-ট্যাব মেলা ছবি: সংগৃহীত

ঢাকা: আবার আসছে স্মার্টফোন ও ট্যাব মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৪ জুলাই থেকে শুরু হবে গ্রীষ্মকালীন এ মেলা। তিনদিনের মেলা চলবে ৬ জুলাই পর্যন্ত।

দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ দিতে বসছে স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশের সবচেয়ে বড় এ আয়োজন।  

অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকারের আয়োজনে এটি হবে ১২তম আসর।


 
এ বিষয়ে রোববার (২৩ জুন) এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান বাংলানিউজকে জানান, বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে দেশি-বিদেশি সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এছাড়াও মেলায় স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি আনুষঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে।
 
নতুন পণ্যের পাশাপাশি মেলায় বরাবরের মতো থাকবে বিশেষ ছাড় ও উপহার। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন থাকবে বলেও জানান মুহম্মদ খান।
 
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

এ আয়োজনের সব খবর ও আপডেট মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ  (https://www.facebook.com/STExpo)-এ জানা যাবে।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এসএইচএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।